শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারাবির নামাজে ভুল ধরে কামারখন্দে ইমামকে মারধর

খাইরুল ইসলাম: কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ চলাকালীন ইমাম মাওলানা আব্দুল্লাহ কিরাতের সময় ভুল করলে তা নিজেই সংশোধন করে নামাজ সম্পন্ন করেন। তবে নামাজ শেষে মসজিদের এক মুসল্লি হাফেজ মোহাম্মদ তালহা মাইকে কথা বলার অজুহাতে সামনে এগিয়ে যান এবং ইমামের কাছ থেকে মাইকের মাউথপিস চান। ইমাম মাউথপিস দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন। পরে মসজিদের কাঠের ছুতরা বা বাটামের লাঠি তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।এতে ইমামের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় আহত ইমাম আব্দুল্লাহকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্থানীয়রা জানান, ১৮ বছর বয়সী হাফেজ মোহাম্মদ তালহা নিজেও একজন হাফেজ এবং তার বাড়ি মসজিদের পাশেই। তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন, তবে স্থানীয়রা তাকে ইমাম হিসেবে গ্রহণ করেননি। ধারণা করা হচ্ছে,এর জের ধরেই তিনি ৪৭ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুল্লাহকে মারধর করেছেন।তবে এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তালহার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান মুঠোফোনে জানান, ঘটনার স্থলে গিয়ে উৎসক জনতা পেয়েছি। পরে স্থানীয়দের সাথে কথা বলে শুনেছি হুজুরের নাকি নামাজ ভুল হয়েছিলো। পরে ইমাম সংশোধন করেও নামাজ পড়েছে। নামাজ শেষে তালহা নামের ওই ছেলে হুজুরের কাছে  মাইথপিস নিয়ে কথা বলতে চেয়েছিলো পরে নাকি হুজুর মাউথপিস দেয়নি এটা নিয়ে ঝামেলা হয়েছিলো। হুজুর হাসপাতাল থেকে থানায় আসার কথা। থানায় আসলে হয়তো বুঝতে পারবো সে লিখিত অভিযোগ দিবে কিনা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়