শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরীক্ষা বর্জন করে সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  বৃহ:বার  সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। সকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয়। দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গনপতি রায় স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যায় শিক্ষার্থীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়