নবীনগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার


মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২০ মার্চ) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারী স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে।এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে গেলে সে পালিয়ে যায়। বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বলেন, বুধবারে বিষয়টি আমাকে অবগত করানো হলে আমি ছেলের বাবাকে জানাই। সন্ধায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে গণপিটুনির শিকার হয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়৷ তারা এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।