সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রীজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার


মো: পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিখোঁজের ৫ দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রীজের নিচ থেকে চাচা ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতবিার (২০ র্মাচ) বিকেলে উপজেলার বৈকুন্ঠপুর ভেড়াদহ ব্রীজের খালের কচুরিপানার ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২) পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর বাজার থেকে চাচা ভাতিজা নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে গত (১৭ মার্চ) নিখোঁজ অভিযোগে থানায় জিডি করে।
নিখোঁজের ৫ দিন পর আজ বিকেলে বৈকুন্ঠপুর ব্রীজের ভেড়াদহ খালে দুটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছে। 


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।