উল্লাপাড়ায় কবরস্থান ও ঈদগাহ মাঠের নামে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলা ব্রিজের নিচে বালু উত্তোলন, কবরস্থান ও ঈদগাহ মাঠ নিয়ে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কবরস্থান ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার এক প্রতিবেদনে সোনতলা ব্রিজের নিচে বালু উত্তোলন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিককে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়, যেখানে কবরস্থান ও ঈদগাহ মাঠের বিষয়টিও সংযুক্ত করা হয়। এলাকাবাসীর দাবি, সাংবাদিককে যে তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা ও ভিত্তিহীন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মায়ার কোম্পানির দায়িত্বে থাকা মোঃ সওকত হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি ইউসুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা চাই সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার হোক। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা ঠিক নয়। তবে কে বা কাহারা সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিককে ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করিয়েছে। এলাকাবাসী আরও জানান, কবরস্থান ও ঈদগাহ মাঠের বিষয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত সত্য প্রকাশ পায় এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন বন্ধ হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।