শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নকলায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মার্চ বুধবার উপজেলার গ্রাম হোটেলে আস্থা প্রকল্পের আওতাধীন যুব ফোরামের আয়োজনে ও সাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়। নকলা উপজেলা যুব ফোরামের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী সানজিদা জেরিন, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক আফিফা সুলতানা, সদস্য হাসান মিয়া,লিমন আহমেদ প্রমুখ। এসময় বক্তারা যুবদের অংশগ্রহণে সমাজ থেকে অপরাধ নিরসন ও সম্প্রীতির আহ্বান জানান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় নকলা যুব ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়