সংস্কার-নির্বাচন নিয়ে কোনো চাপ নেই: আলী রীয়াজ


সংবাদের আলো ডেস্ক: সংস্কার আগে না নির্বাচন, এমন প্রশ্নে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। আগামী দুই-একদিনের মধ্যে বিএনপির সাথে বৈঠক হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে। যেসব বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, সেসব বিষয়েও আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে।এর আগে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের লিখিত কপি জমা দেয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাব জমা দেয়া হয়। এদিকে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আলোচনা শুরু হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।