নালিতাবাড়ীতে নির্মাণ শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল


আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে সাভারের জালালাবাদ স্টিল লিমিটেড। ১৯ মার্চ বুধবার শেরপুরের মেসার্স মোফাজ্জল এন্টারপ্রাইজের আয়োজনে এবং নালিতাবাড়ীর মেসার্স মিঠুন ট্রেডার্স ও জনতা ট্রেডার্সের সহযোগিতায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পৌর শহরের উত্তর বাজার মিঠুন ট্রেডার্সের তৃতীয় তলায় প্রায় দেড় শতাধিক নির্মাণ মিস্ত্রী এই ইফতার মাহফিলে অংশ নেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জালালাবাদ স্টিল লিমিটেডের এরিয়া ম্যানেজার অমিত কুমার চন্দ্র, শেরপুর মোফাজ্জল এন্টারপ্রাইজের পরিচালক মাজহারুল ইসলাম লুটু,
নালিতাবাড়ী মেসার্স জনতা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, মেসার্স মিথুন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও নালিতাবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আলমগীর কবির মিথুন প্রমুখ। এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল নির্মাণ মিস্ত্রী ও শ্রমিকরা।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।