বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নবীনগর পৌরসভার ৬নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডে ১৯৫০টি পরিবারের মধ্যে ১০কেজি হারে চাল বিতরণ করা হয়। বিতরণ উদ্বোধন করেন, নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়