পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির আয়োজনে হামদ-নাত ও আজান প্রতিযোগিতা


রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো কোরআনের আলো হিফজুল কোরআন হামদ নাত ও আজান প্রতিযোগিতা ৷ বুধবার বিকেলে এসব প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়৷ এর আগে সোমবার(১৭ মার্চ) পৌর শহরের অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়েছিলো। মেধা বিকাশের এই প্রতিযোগিতায় সর্বমোট ২৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো । এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ৭৯ জন প্রতিযোগী ছিলো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের আলেম সমাজের পথিকৃত সায়খুল হাদিস, আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:)। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও দুর্গাপুর উপজেলা বিভিন্ন মাদরাসার সম্মনীত মাওলানা, মুফতিগণ সহ অভিজ্ঞ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও তাদের মধ্যে ইসলামের মূল্যবোধ সঞ্চারের জন্য এই আয়োজন । এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের আলোতে জীবন গঠনে উৎসাহিত হবে। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্মানিত বিচারক মন্ডলী ও আমন্ত্রীত মেহমানদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি । সেইসাথে কোমলমতি বিজয়ী শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন । প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের ধন্যবাদ । দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা-কর্মীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুন্দর আয়োজন সফল ভাবে শেষ করার জন্য । আগামীতেও এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ আমাদের সহায় হউন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।