সংবাদের আলো ডেস্ক: জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বার্তায় জাতীয় পার্টি দাবি করছে, 'এটি একটি সন্ত্রাসী হামলা'। বুধবার (১৯ মার্চ) রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে “দ্যা বুফে প্যালেস” রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৫টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এরপর হঠাৎ কয়েকজন লাঠি, কাচের প্লেট ছুড়ে মারতে দেখা যায়। এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.