শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উ‌লিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাটচাষীকে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী আফিসার নয়ন কুমার সাহা। প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) ড. মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (বাজেট) জয়দুল হক। প্রশিক্ষক হিসেবে ছিলেন,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উলিপুরের আফরোজা পারভীন রিফা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদেরকে ১ কেজি পাটবীজসহ একটি করে পাটের ব্যাগ প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়