বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার মুরাদপুর- চিমনাপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আবেদ আলী সরকারের ছেলে। ভ্যান চালক ও তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উপজেলার মালঞ্চি বাজার রেল গেট এলাকা থেকে অপরিচিত দুইজন যাত্রী দয়ারামপুর বাজারে যাবে বলে মকবুলের ভ্যানে ওঠে।গন্তব্য স্থলে যাওয়ার সময় মুরাদপুর- চিমনাপুর কবরস্থান এলাকায় পৌছালে যাত্রীরা প্রস্রাব করবে বলে ভ্যান চালককে থামতে বলে। পরে ভ্যান চালক ভ্যান থামালে তাকে সেখান থেকে চলে যেতে বলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভ্যান চালক প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।