জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত অভিযান শ্রীমঙ্গলে


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরের কয়েকটি স্থানে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ০২ টি এবং হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ১৯ ধারায় ০১ টি সহ মোট তিনটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। সোমবার (১৭ই মার্চ) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরে বাজার মনিটরিং ও ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ও ট্রাস্কফোর্স জেলার সদস্য সৈয়দ তোফাজ্জল হোসেন। ট্রাস্কফোর্স বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জেলা প্রশাসন সুত্রের বরাতে জানা যায়, ভেজাল খাদ্য পরিবেশন,হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। ভোক্তাদের হয়রানিরোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নামেন মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজান মাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়। অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতায় ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।