স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর ডাকাতি, গ্রেপ্তার ছয়


সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ও স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনার আট দিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছয় ডাকাত গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুটের ১৩ ভরি স্বর্ণালঙ্ককারসহ নগদ ৭৬ হাজার টাকা। সোমবার (১৭ মার্চ) রাতে রাজশাহী, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গত ৯ মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে ডাকাতদল। এরপর তারা স্বর্ণের ব্যাগ লুট করে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।এই ঘটনায় নিহতের স্ত্রী সরস্বতী দাস বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ছয় ডাকাত গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ওই চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ দিনের বেলায় ফলের ব্যবসাসহ নানা পেশায় নিযুক্ত থাকলেও রাতের বেলা ডাকাতি করতেন। তিনি আরও জানান, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।