বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন দেয়া মামলার আসামী গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে আগুন দেয়ার মামলার একমাত্র আসামী শিবলী রেজা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে জনগণের সহায়তায় বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে চাঁদা চেয়ে না পেয়ে ওই ব্যবসায়ীর ঘর বাইরে থেকে তালা মেরে আগুল লাগিয়ে দেয় শিবলী রেজা ওরফে বাবু।পরদিন রবিবার বিকেলে বাবুকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নয়ন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোপূর্বে কাজিপুর থানায় চারটিসহ পাশ্ববর্তী ধুনট থানায় দুটি মামলা রয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়