প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
ইসলামি ছাত্র আন্দোলন ইবি শাখার নতুন কমিটি ঘোষণা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার সম্মেলন-২০২৫ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আল-আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমাদ আব্দুল জলিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি আলহাজ্ব মোমতাজুল করিম, বাংলাদেশ শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম এ ছাড়াও বন্ধুপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, "ইসলাম এই জাতির রক্ষাকবচ। ইসলামই আমাদের সীমানা আলাদা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্ক্স-লেলিন চর্চা হলে ইসলাম কেন চর্চা হতে পারবে না? ইসলাম নিয়ে ভুল আতংক তৈরি করা হয়। ইসলাম বরং নিপিড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। এসময় তিনি আরো বলেন,দেশের বিশ্ববিদ্যালয়সমুহের সামগ্রিক শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। ইবি স্বাধীনতাউত্তর দেশের ১ম পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান নিয়ে কথা বলতে গেলে আক্ষেপ করতে হয়। এই রাষ্ট্র কত কিছু করে কিন্তু দেশের সেরা মেধাবী সন্তানদের জন্য উন্নত আবাসন ও খাবারের ব্যবস্থা করতে পারে না এটা মেনে নেয়া যায় না। তাই দক্ষতা ও নৈতিকতাকে ভিত্তি ধরে অবকাঠামো, গবেষণা ও শিক্ষার মান নিশ্চিত করতে সামগ্রিক সংস্কার করতে হবে।" উল্লেখ্য আজকের সম্মেলনে প্রধান অতিথি পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন। সভাপতি হিসেবে ২০-২১ সেশনের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একই সেশন এবং বিভাগের সাজ্জাদ সাব্বিরের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.