বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট, আহত ১৫

সংবাদের আলো ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এসময় ১৭টি দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটি হয়।পরে একদল মানুষ লাঠি নিয়ে ব্যবসায়ী মিন্টুর ওপর আক্রমণ করে। এ ঘটনায় মিন্টুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়