মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝালকাঠিতে জন্ম সনদে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মঠবাড়ি নয়, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদেই জন্মসনদ গ্রহণ ও সংশোধনে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি গ্রামের বাসিন্দা মো. কবির সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, দীর্ঘদিন এলাকায় না থাকায় তিনি আগে কোথাও জন্ম নিবন্ধন করতে পারেননি। পরে ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন। তবে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।কবির খান বলেন, ‘প্রথমে ঘুষ দিতে রাজি হইনি, কিন্তু তিনি নানা অজুহাতে আমার আবেদন ফেলে রাখেন। পরে নিরুপায় হয়ে টাকা দিলে সেদিনই জন্মসনদ পাই।’ তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ইউনিয়নে যোগদানের পর থেকেই নিয়মবহির্ভূতভাবে ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘মো. কবির প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দিতে না পারায় তার জন্মসনদ তৈরিতে বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন। বিষয়টি জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।’ রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ আসায় সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিযোগ আসছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও অনিয়মের অভিযোগ থাকায় স্থানীয়দের দাবি, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুর্নীতি করতে সাহস না পায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়