জমি নিয়ে বিরোধে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম


শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার শিমুলতলা এলাকায় গত বুধবার সন্ধায় এঘটনা ঘটে। লিখিত অভিযোগ ও এলাকাবাসী আহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শিমুলতলা এলাকার ওয়াদুদ মিয়া ও তার পরিবারের সাথে একটি জমি নিয়ে প্রতিবেশি হাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সমধানের চেষ্ঠা করে ব্যার্থ হয়েছেন এরই জেরে গত বুধবার সন্ধায় হাফিজুর রহমান, ওয়াদুদ এর ভাই মো. আঃ মোমেন এর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় মোমেন গালিগালাজ করতে নিষেধ করলে বাকবিতন্ডার একপর্যায়ে হাফিজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মোমেনকে কুপিয়ে জখম করে। এসময় মোমেন এর ডাক চিৎকারে তাঁর পরিবারের লোকজন ছুটে আসেন।
এসময় ফিরাতে গেলে ভাতিজা কামরুল ইসলাম আকাশ, ভাই বউ রেহেনা খাতুন কে কুপিয়ে জখম করে। এসময় এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে রেহেনার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় ১৩ মার্চ নালিতাবাড়ী থানায় হাফিজুরসহ পাঁচজনকে আসামী করে আরো ৪/৫ অজ্ঞাতনমা রেখে একটি মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী আঃ ওয়াদুদ। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৫ মার্চ শনিবার ইয়াছিন আলী নামে একজন কে গ্রেফতার করেছে।

জানতে চাইলে অভিযুক্ত হাফিজুর রহমানকে মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ফোন কেটে দেন। পরে তাকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নাই। জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।