মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগৈলঝাড়ায় দেশব্যপী ধর্ষন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর মহিলা দলের স্মারকলিপি প্রদান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: মাগুড়ার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর ও দেশব্যপী সকল ধর্ষন-নিপীড়নের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে উপজেলা নির্বাহী কমকর্তার প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, জেলা মহিলা দলের সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানম,উপজেলা বিএনপি আহবায়ক(ভারপ্রাপ্ত) হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহামেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত খান মনু ও জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মো. সেলিম সরদারসহ অন্যান্যরা। প্রতিবাদ সভা শেষে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করা হয়। এসময় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়