মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৭ মার্চ) সকালে উপজেলার বিহারকোল মোড় এলাকায় কিশোর- কিশোরী ও ভূমিহীন সংগঠন এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি বিহাড়কোল মোড় প্রদক্ষিণ করে বাগাতিপাড়া মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়ে ওই স্থানেই প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম, ইউনিয়ম কমিটির সভাপতি আলতাব হোসেন, কিশোরী কন্যা আহসিনা ইসলাম মিথিলা ও হুমাইরা, নিজেরা করি সংস্থার কর্মী শাহামিস বিউটি প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়