ভূঞাপুরে মানববন্ধনের প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাছান আলী সোমবার (১৭ মার্চ) ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন করে কলেজ শিক্ষকদের একাংশ ও কিছু শিক্ষার্থী। এই মানববন্ধনের প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ হাছান আলী। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ হাছান আলী বলেন, কলেজ বন্ধ থাকার পরেও কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী উদ্দেশ্য প্রণোদিত ভাবে কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের উস্কিয়ে আমার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার চেয়ে মানববন্ধন করেছে।আমার পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ে স্বপদে বহালের নির্দেশ রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি ও আমাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।