মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পৃথিবীর আলো দেখতে চায় তৌফিকুল

রাঙামাটি প্রতিনিধি: ক্রীড়া প্রেমী দুরন্ত বালক তৌফিকুল। পড়াশোনায় ছিল বেশ মনোযোগী। ভাগ্যের কি নির্মম পরিহাস পড়ার টেবিলের মেধাবী ও খেলার মাঠ কাঁপানো ২২ বছর বয়সী চৌকস ছেলেটা এখন দুনিয়ার আলো থেকে বঞ্চিত। কিছুদিন আগেও যে স্বাভাবিক জীবনযাপন করেছে, এখন সে অন্ধত্ব বরণে। নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় চিকিৎসার অভাবে চিরতরে হারাতে বসেছে তার দৃষ্টিশক্তি। তৌফিকুল ইসলাম পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার ৩নম্বর গুলশাখালী ইউনিয়নের মাওলানা কামাল হোসেনের ছেলে। ৯ ভাইবোনের মধ্যে তৌফিক সবার বড়। হঠাৎ ঘুমভাঙা এক সকালে দু’চোখে ঝাপসা দেখতে পাচ্ছিল। এরপর ক্রমশই আলো দেখার সুযোগ বন্ধ হয়ে যায় তার। সদ্য উচ্চ মাধ্যমিক শেষ করা ছেলেটা উচ্চ শিক্ষার পাশাপাশি সংসারের একমাত্র উর্পাজনকারী বাবার সাথে পরিবারের হাল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু নিয়তি তার বিপরীতে চলে যায়! তৌফিকুল ইসলামের বাবা মাওলানা কামাল জানান, পরিবারের ১১ সদস্য নিয়ে কোনোমতে দিনাতিপাত করছিলাম।এই প্রতিকূল অবস্থায় এক সকালে ঘুম থেকে উঠে তার মাকে বলে চোখে কিছু দেখতে পাচ্ছি না। পরে রাঙামাটি জেলা সদরে প্রাথমিক চিকিৎসা করে কিশোরগঞ্জ নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান- দু’চোখের লেন্স নষ্ট হয়েছে গেছে। দ্রুত অপারেশন করতে হবে। চিকিৎসকরা প্রাথমিকভাবে অপারেশন করতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আমার একার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা চাই। তৌফিকের পরিবার জানায়, প্রথমদিন থেকে এখনো একই অবস্থায় আছে। তবে চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন করে চোখের লেন্স পরিবর্তন করতে। সময় বেশি হলে লেন্স পরিবর্তন করেও আর দৃষ্টিশক্তি ফিরে পাবে না। স্থানীয়রা বলেন, যে বয়সে এমন টগবগে তরুণের তার পরিবারের হাল ধরার কথা; সে বয়সে অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিন গুনছে।তার বাবা একজন মসজিদের ইমাম। চাকরিটাও এখন নেই। ছেলের চিকিৎসা করানোর মতো সম্বল আর সাধ্য কোনোটাই তার নেই। ফলে সর্বমহলের সহযোগিতায় একজন অসহায় বাবা ও ক্রীড়াঙ্গনের রত্ন তৌফিকের চিকিৎসা সহায়তার জন্য অনলাইনে একটি ফান্ড গঠন করা হয়েছে। নিম্নোক্ত নাম্বারে সকলের সাহায্য-সহযোগিতা কামনা করছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। সাহায্য পাঠাতে- 01630512296 (বিকাশ) শাহজাহান অর্ণব, 01646073639 (বিকাশ ও নগদ) আওয়াল এবং 01888419567 (বিকাশ) রাসেল মাহমুদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়