উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্রী নিহত, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কেটে রিতু খাতুন নামে এক যুবতী নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পরিবার সুত্রে জানা যায় মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে তিনি পড়ালেখা করতেন। স্থানীয়রা জানায়,ধারণা করা হচ্ছে মেয়েটি নিজেই রেললাইনের উপরে মাথা দিয়ে শুয়ে ছিলো।
পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। লাশ উদ্ধার সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।