সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গলাচিপায় জমিজমাকে কেন্দ্র করে গুরুতর আহত ৫জন হাসপাতালে ভর্তি 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জমা জমি কে কেন্দ্র করে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পানপট্টি ইউনিয়নের কোকায় তবক গ্রামের ২নম্বর ওয়াডের ইসমাইল খার বাড়ির উত্তর পাশে নাল জমিতে। আহতরা হলেন, তহমিনা বেগম ৪০, পারভিন বেগম ৪৫, পপি বেগম ১৮,শাহ আলম খা ৪৮ ও ইসমাইল খান ৬৫, আহতদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আটটার দিকে।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসা ধীনে তৃতীয় তলায় এক দুই তিন চার পাঁচ নং বেড়ে পাঁচজন রুগী ভর্তি রয়েছে তাদের ভিতরে পারভিন বেগম ও তহমিনা বেগম গুরুতর আহত, আরো তিনজন রোগীর শরীরে বিভিন্ন অংশে কালোকালো দাগ ও ফুলা যখন রয়েছে। আহত ইসমাইল খা বলেন, আমার জমিতে গেলে প্রতিপক্ষরা আমাকে কথার কাটাকাটির একপর্যায়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমার ডাক-চিৎকার বাড়ির লোকজন এসে পড়লে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করে পরে এলাকাবাসী এসেপড়লে মারধর কারীরা পালিয়ে যান।এ বিষয়ে আহত পারভিন বেগম বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমার বাবাকে এলোপাথারি ভাবে ফোরকান হাওলাদার, জামাল হাওলাদার, হানিফ হাওলাদার, জালাল হাওলাদার, রবযে আলী খলিফা নাম না জানা আরো অনেকে আমার বাবাকে মারধর করে আমার বাবার দাগ চিৎকার আমরা এসে পড়লে আমাদেরকেও মারধর করে পরে এলাকাবাসী আমাদের কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত তহমিনা বেগম বলেন, ওরা আইন-কানুন কিছুই মানে না গায়ের জোরে চলে আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে আমি আইনের মাধ্যমে ওদের বিচার চাই। আমাদের পরিবারের কিছু হলে সকল কিছু দায়ভার ওদের নিতে হবে। এ বিষয়ে পারভিন বেগমের স্বামী মোঃ আব্দুল জলিল বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্ত্রীসহ শ্বশুর, শালী, শালাগুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।আমি ওদের বিচার চাই আমার শ্বশুরের সম্পত্তিতে প্রতিপক্ষরা দখল করার চেষ্টা করছে এ বিষয় নিয়ে আমি প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানাই।এ বিষয়ে জমির মালিক আলাউদ্দিন হাওলাদার বলেন, জমি নিয়ে সহকারি কমিশনার ভূমির কাছে একাধিকবার বসা হলেও প্রতিপক্ষরা আইন-কানুন কিছুই মানে না। প্রতিপক্ষ ফোরকান হাওলাদার ও জামাল হাওলাদারের মুঠোফোনে ফোন দিলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আহত পারভিন বেগম গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়