সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগর প্রেসক্লাবে ইফতার মাহফিল

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেন।সভাপতি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন এসআর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ বেলায়েত উল্লাহ। এসময় প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়