সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে। রোববার (১৬ মার্চ) প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি। ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তোলা সচেতন রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের দায়িত্ব। ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে উত্তরণে সকলকে ধৈর্য ধরতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়