সংবাদের আলো ডেস্ক: শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্ত সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ মার্চ) বিকেলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু শক্তি এখনও সুযোগ নিচ্ছে। শিক্ষা ব্যবস্থার ওপর বাংলাদেশ আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, আস্থা ফেরাতে দরকার একটি নির্বাচিত সরকার।এসময় অতিদ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপি’র এই নেতা। তিনি আরও বলেন, শুধু পুলিশ বা সরকারি কর্মকর্তারা পরিবর্তন আনতে পারবে না, এর জন্য দরকার নির্বাচিত সরকার।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.