প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
সামাদ আকন্দ (শামা) মাস্টারের জানাজায় সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের৷ সহকারী শিক্ষক এবং পশ্চিম ভূঞাপুর গ্রামের কৃতি সন্তান আব্দুস সামাদ (শামা) আজ রবিবার (১৬ মার্চ ২০২৫) সকাল ১১টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া..... রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৭৭ বছর। তিনি দীর্ঘদিন যাবত বয়স্ক জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ১ ছেলে ও.... মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ রবিবার বাদ মাগরিব ছাব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।

সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, বামনহাটা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খান, বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিভিন্ন স্তরের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.