সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে- রফিকুল ইসলাম খান 

রায়হান আলী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, চুরি, ডাকাতি হত্যা, ধর্ষণ বন্ধ হয়নি। দূর্নীতি, টেন্ডারবাজি, চলছেই। এসমস্ত অপরাধ বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে। পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে।  রবিবার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত  বাংলাদেশ জামায়াতে ইসলামী  উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে  দূতর্নীতি মুক্ত তার প্রমান এ দেশের মানুষ বার বার পেয়েছে। জামায়াতের অধিনে ৩ তিন টি মন্ত্রণালয় ছিল,  জামায়াত পরিচালিত মন্ত্রণালয়ের এক টাকার দূর্নীতি পাওয়া যায় নাই।৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত জামায়াত কোথাও  চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব  করে নাই। দেশের জনগণের কাছে আজ জামায়াত একটি আস্হার নাম। দলে দলে মানুষ আজ জামায়াতের পতাকা তলে ঐক্য বদ্ধ হচ্ছে।  আগামীর বাংলাদেশ হবে  কোরআনের বাংলাদেশ। উল্লাপাড়া পৌরসভা  জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির ডঃ নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম,অফিস সেক্রেটারি আবদুল বারী প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়