সাভার প্রতিনিধি: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দিনভর অভিযান চালিয়েছে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের কর্মকর্তারা। এ অভিযানে দের কিলোমিটার এলাকাজুড়ে তিন শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন হয়। রবিবার (১৬ মার্চ) গাজীপুরের কাশিমপুর থানাধীন কাজী মার্কেট ও সুলতান মার্কেট এলাকার কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করে প্রায় তিন শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, একটি কুচক্রী মহল রাতের আঁধারে অবৈধভাবে এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল। আমরা সে সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াত, উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.