রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫মার্চ হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অনিক রায়, এহতেশাম হক, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব সৈয়দ মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন, মুখপাত্র রাশেদা ইসলাম, সংগঠক পলাশ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ইফতার মাহফিলের শুরুতেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বৈষম্য দূর করতে দেশের মানুষ রক্ত দিয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে।সেই জুলাই বিজয়ের চেতনাকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে এছাড়াও জুলাই আগষ্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠকের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়ার মাধ্যমে দেশের অগ্রগতি, শান্তি ও সম্মৃদ্ধি কামনা করা হয়। ইফতার শেষে উপস্থিত সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মনোভাব সৃষ্টি হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়