ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজা বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচাশ্বশুর কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছ গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গৃহবধু নিজ ঘরে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমেদকে আটক করেন।পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানায়, ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।