রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের জন্য এই পর্যন্ত যা করা হয়েছে বিএনপি করেছে। সামনে যা করা হবে তাও বিএনপি করবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। শনিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া কনভেনশন সেন্টারে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম ভূঁইয়া বলেন, বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে। কিন্তু বিএনপি চাঁদাবাজির মধ্যে নেই। তারপরও আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলের কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন তাকে শুধু পুলিশে ধরিয়ে দেওয়া নয়, তাকে দলের পদ-পদবি থেকেও বহিষ্কার করা হবে।আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ওয়ার্ড পর্যায় থেকেও যদি কেউ চাঁদাবাজি করে তাদের কোনো নিস্তার নেই। বরং সমন্বয়কদের মধ্যে বর্তমানে সব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রবেশ করেছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আর আমরা এই দলের কর্মী। আমরা মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদে পড়ে তখন তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা দেওয়া। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলার সভাপতি অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক-কর্মী ঐক্যজোটের অতিরিক্ত সচিব জকির হোসেন,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা। সংগঠনের জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক কর্মচারী ঐক্যজোট লক্ষ্মীপুর জেলার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সফিউল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক অধ্যাপক শাহ আলম, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার প্রমুখ। এর আগে বিকেল ৩টায় একই স্থানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়