রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে: মোশাররফ

সংবাদের আলো ডেস্ক: ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন বিলম্ব করতে উছিলা দেওয়া হচ্ছে। শনিবার (১৫ মার্চ) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ড. খন্দকার মোশাররফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৫ বছরে দেশের সবকিছু ধ্বংস করে গেছে। সেটি মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের।সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।মোশাররফ বলেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি বলেন, সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু সাত মাসেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়