ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলার উদ্যোগে সম্মেলন ও ইফতার মাহফিল


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলার উদ্যোগে উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সাব রেজিষ্টার কার্যালয় চত্ত্বরে সম্মেলন ও ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ শামিম হোসেন মাস্টার এর সভাপতিত্ত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নেত্রকোণা জেলার সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেত্রকোনা জেলার সহ-সভাপতি ও প্রভাষক (আরবি) মাওঃ মোঃ হেদায়াত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলার সম্মানিত সদস্য ড. প্রফেসর জসিম উদ্দিন খান পাঠান, ইসলামী যুব আন্দোলন নেত্রকোণা জেলার সভাপতি মুফতি ওমর ফারুক ওফা। নতুন কমিটিতে সভাপতি পদে শামীম হোসেন মাষ্টার ( বিএসসি), সহ-সভাপতি মুফতি নোমান সিরাজী , সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল হক লিমন , সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক , অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়। নতুন কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী আন্দোলন নেত্রকোণা জেলার সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।