যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে আলমগীর নামে ট্রাকের একজন হেলপার নিহত হয়েছে। যমুনা সেতুর পূর্বপাড়ে গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার নিহত আলী মিয়ার ছেলে আলমগীর। তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতো। ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিলো।এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা। এবিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।