সাভার প্রতিনিধি: সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে নিহত আছিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ ২০২৫) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এনজিডাব্লুএফ আশুলিয়া শাখার ব্যানারে দোয়া মাহফিল ও ইফতার পার্টি হয়। গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক।এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এলজিডব্লিউএফ আশুলিয়া থানা শাখার সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালালেও তার দোসোররা রয়ে গেছে তারা বিভিন্ন সময় অস্থিতিশীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তারা বিভিন্ন উপায়ে গার্মেন্ট সেক্টরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। শ্রমিকদের সে ফাঁদে পা না দেওয়ার আহবান জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.