শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে দোল উৎসবে মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব  দোল পুর্ণিমা।এ দোল পূর্ণিমা ও হোলি উৎসবকে ঘিরে হিন্দুরা আবিরের রঙে রঙিন হয়ে ওঠে। পাশাপাশি লাল, বেগুনী, হলুদ, গোলাপী সহ বিভিন্ন রং এর আবির থালায় সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।আবিরের রঙে পাল্টে গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
দোল ও হোলি উৎসবে অংশ নেয়া কয়েকজন ভক্তের সাথে কথা হলে তারা বলেন,আবির হলো ভালবাসার রং,তাই ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসাটা ভাগাভাগি করে নিতে এই দোল উৎসবে আবির খেলা। এখানে নানা বয়সী মানুষ নেচে গেয়ে উৎসবটা উদযাপন করছেন।উল্লেখ্য যে,দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। তখন থেকেই দোল খেলা শুরু। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার আশায় দোল পূর্ণিমায় আবির খেলা মেতে ওঠেন ভক্তরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়