শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরে যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গার এক যুবদল নেতার বাড়িতে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবী করেছেন আব্দুল মান্নান নামের এক নেতা। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ ছিলেন। সরেজমিন বৃহস্পতিবার দুপুরে গেলে আব্দুল মান্নান জানান, গত ১১ মার্চ রাতে সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এরপর মুখোশ পরা কয়েকজন আমার ঘরে ঢুকে নগদ তিনলক্ষ চল্লিশ কাজার টাকা নিয়ে হুমকী ধামকি দিয়ে চলে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়।এই ঘটনা কাজিপুর থানা পুলিশকে তিনি অবগত করেছেন জানিয়ে মান্নান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়