শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সামরিক হেলিকপ্টারে মাগুরায় নেয়া হবে সেই শিশুটির মরদেহ

সংবাদের আলো ডেস্ক: ধর্ষণের শিকার সেই শিশুর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে (সিএমএইচ) সামরিক হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি মাগুরা নেয়া হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই সিএমএইচ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেয়া হবে। পরে সেখান থেকে হেলিকপ্টারযোগে মরদেহটি মাগুরায় নেয়া হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলার নোমানী মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে জানা গেছে। প্রসঙ্গত, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আজ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে, গতকাল বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। আজ হয় দু’বার। এরমধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিলো।সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেলো না ফেরার দেশে। উল্লেখ্য, মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। এরপর গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বোনের স্বামী, শাশুড়ি ও ভাশুরকে রিমান্ডে পাঠায় আদালত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়