বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে

সংবাদের আলো ডেস্ক: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের এক বিএনপি নেতা ও তাদের লোকজনের বিরুদ্ধে। মধ্যযুগীয় এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া চর পাড়া গ্রামে। জরিমানার টাকা দাবি করায় অসহায় পরিবারটির উপরে নেমে এসেছে নির্যাতনের খরগ। আ: লীগ নেতা সেলিম মন্ডল ওই গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে, সে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও পোতাজিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। এবং আজমত প্রামাণিক মৃত আফসার প্রামাণিক, সে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। বুধবার ১২ মার্চ সরেজমিনে চরা চিথুলিয়া গ্রামে গেলে ভুক্তভোগী নারী ২ সন্তানের জননী খুশি খাতুন অভিযোগ করে বলেন, গত বছরের ১০ই অক্টোবর বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী নারজু সরকার তার ঘরে ঢুকে জোড় পূর্বক ধর্ষণ করে।পরে থানায় মামলা করতে যাওয়ার সময় স্থানীয় কাদের প্রামাণিক তাদের বিচার দেওয়ার কথা বলে মন্ডল পাড়ায় আ:লীগ নেতা বাতেন মন্ডলের বাড়িতে ভুক্তভোগী ও তার স্বামী মনির হককে নিয়ে যায়। গভীর রাতে সেখানে মৎস্যজীবী দলের সভাপতি আজমত প্রামাণিকের সভাপতিত্বে ও মৎস্যজীবী লীগের নেতা সেলিম মন্ডলের নেতৃত্বে শালিস হয়। সেখানে স্থানী ইউপি সদস্য শাহিন সরকারের উপস্থিতিতে ধর্ষক নারজু সরকারের ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী নারীর স্বামী ও পরিবারের সদস্যরা বারবার শালিস প্রধানদের কাছে টাকা চাইতে গেলেও তাদের না দিয়ে বিভিন্ন টালবাহানা করা হয়। পরবর্তীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রধানগণ ও তাদের লোকজন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দেওয়া হয়।এই বিষয়ে অভিযুক্ত কাদের প্রামাণিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই নারীকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে বাকী টাকা মৎস্যজীবী দলের সভাপতি ও শালিসের সভাপতি আজমত প্রামাণিকের কাছে দেওয়া হয়। পরে আমাদের ঘরে আটকে রেখে তারা টাকা ভাগাভাগি করে নেয়। এই বিষয়ে মূল অভিযুক্ত মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আজমত প্রামানিকের বক্তব্য জানার জন্য তার বাড়িতে গেলে তার ছেলে প্রবেশে বাধা দিয়ে বলেন, তার বাবা বাড়িতে নেই। পরে আজমত প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সেলিম মন্ডলের মুঠোফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র সময়ের কন্ঠস্বর

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়