বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে তিতাস নদীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে তিতাস নদীতে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ পাওয়া গেছে। যুবকটির আনুমানিক বয়স ৪০। খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়।পরে নবীনগর থাানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠায়।নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়