আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৭ বছর পরে ভূঞাপুরের মাটিতে ইফতার করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.