বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা 

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িকশ্রম নিশ্চিত করনে খেলার মাঠ পার্ক ও উন্মুক্ত স্থানের গাইডলাইন বিষয়ক আলোচনা সভা করেছে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা। সেন্টার ফর ল এন্ড পলিসির সহায়তায় ১২ মার্চ বুধবার শেরপুরের নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হক। এসময় নাজমুল স্মৃতি কলেজের সাবেক এজিএস শফিকুল ইসলাম হেলাল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, পৌর সভার স্টাফ আমিনুল ইসলাম, জমির উদ্দিন, ইফতেখারুল আলম, আসাদুজ্জামান,মনির হোসেন, মাইনুল ইসলাম, মোঃ আক্কাস, হুমাইয়া জামান, ফারজানা সহদেব সাহা ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন সদস্য শাহিন আলমসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিশুদের সাঁতার শিক্ষা ও রাস্তার পাশে ফুটপাত নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। খেলাধুলার বিভিন্ন উপকরণ ও মাঠ সংস্কারের ক্ষেত্রে বাজেট বৃদ্ধি বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়