প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
নালিতাবাড়ীতে ঠিকানা’র উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা'র উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিএম সাবাব ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আব্দুল হাকিম স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা'র চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি), আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আফসার উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা এধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে সকল স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.