উজ্জ্বল অধিকারী: ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখা ও শিক্ষাক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় সারাদেশের সকল ধর্ষকের বিচার নিশ্চিত এবং নারীদের নিরাপত্তার দাবিতে বেলকুচিতে “বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং উপজেলার জনসাধারণের উদ্যোগে” বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলতে পারিনা কবে বিচার কমপ্লিট হয়ে ফাঁসি হয়েছে।আমরা দ্রুত ধর্ষণের বিচার কার্য সম্পন্ন দেখতে চাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তির জনসম্মুখে দেখতে চাই। উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখার ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা জামায়াত শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান, মুক্তার প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.