নারীদের প্রতি চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মানববন্ধন


ববি প্রতিনিধি: আছিয়া সহ সকল নারীদের প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন প্রতিরোধ এবং ন্যায় বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি আজ (১১ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ বলেন, আছিয়া সহ সকল নির্যাতিত নারীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হলে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি কার্যকর ভূমিকা রাখার দাবি জানান। উক্ত মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ বলেন, “ আমরা দেখতে পাচ্ছি নারীদের প্রতি চলমান নিপীড়ন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে , আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে বলতে চাই অনতিবিলম্বে ধর্ষকদের যথাযথ বিচার করতে হবে, আর যেনো এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যাবস্থা নিতে হবে” উক্ত মানববন্ধনে এছাড়াও বক্তব্য রাখেন,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপমা দত্ত, আইন বিভাগের শিক্ষার্থী কাজি গালিব, ফারিন, রসায়ন বিভাগের শিক্ষার্থী নাকিবা, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অনেকে। এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে, তবেই একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।