বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৩০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি উল্লেখ্য করেন এবং ম্যাটস ও ডিএমএফদের উদ্দেশ্য করে নানান স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন।এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফ উনারা ওষুধ লেখার পূর্বে গুণাগুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বরাবর স্মারকলিপি প্রধান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়